টিআইবির রিপোর্ট ‘অসত্য ও অসৌজন্যমূলকঃ নির্বাচন কমিশন

0
নির্বাচন নিয়ে টিআইবির রিপোর্টকে ‘অসত্য ও অসৌজন্যমূলক’ মন্তব্য করে তা প্রত্যাখ্যান করেছেন, প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। বুধবার বিকেলে, নির্বাচন কমিশন সচিবালয়ে, নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সিইসি বলেন, ‘তারা যে ধরনের অনিয়মের অভিযোগ করছে, নির্বাচনের সময় এ ধরনের কোন অভিযোগ পাইনি। টিআইবির রিপোর্ট আমরা পুরোপুরি প্রত্যাখ্যান করছি।’ তিনি আরও জানান, ‘মার্চে শুরু হওয়া উপজেলা পরিষদের মাঝেই এ নির্বাচন করা হবে। তবে এ বিষয়ে কমিশনে বসে সিদ্ধান্ত নিতে হবে। এখানে পুনঃতফসিল করা হবে। উপজেলা নির্বাচনে এর কোন প্রভাব পড়বে না।‘ প্রসঙ্গত; মঙ্গলবার একাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হলেও প্রতিন্দ্বিতামূলক হয়নি বলে একটি প্রতিবেদন প্রকাশ করে ট্রান্সফারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি। মঙ্গলবার সকালে, রাজধানী ধানমন্ডিতে মাইডাস সেন্টারে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে টিআইবির প্রাথমিক প্রতিবেদনে এমনটি প্রকাশিত হয়। ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে, নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রে যথাযথ ভুমিকা পালন করেনি। ক্ষমতাসীন দলের কোন কোন কার্যক্রম নির্বাচনকে প্রভাবিত করেছে। বিরোধীদের দমনে ক্ষমতাসীনদের অবস্থানের বিষয়ে নীরব ছিল কমিশন বলেও প্রতিবেদনে উল্লেখ রয়েছে। নির্বাচন কমিশন এই নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি। এছাড়াও, কমিশন নির্বাচনি অনিয়ম ও আচরণবিধি লঙ্ঘনে সরকারী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারেনি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
Share.

Comments are closed.