টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় দিনেও চমক দেখলো বিশ্ব। ওয়েস্ট ইন্ডিজকে ৪২ রানে হারিয়ে ইতিহাস সৃষ্টি করলো স্কটল্যান্ড। তাতে টুর্নামেন্টের শুরুতেই হুমকিতে পড়ে গেলো ওয়েস্ট ইন্ডিজ। টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৬০ রান করে স্কটিশরা। জবাবে, ১৮ ওভার ৩ বলে ১১৮ রানেই গুটিয়ে যায় ক্যারিবিয়রা।
হোবার্টে ক্যারিবিয়ানদের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে, দারুণ সূচনা করেন জর্জ মানসি এবং মাইকেল জোন্স। দু’জনেই চড়াও হন আলজারি জোসেফ ও কাইল মায়ার্সের ওপর। ৫ ওভার ৩ বলে, বিনা উইকেটে ৫২ রান তুলে ফেলার পর বৃষ্টিতে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে খেলা। এরপর খেলা পুনরায় মাঠে গড়ালে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৬০ রান তোলে স্কটল্যান্ড। ওপেনার জর্জ মানসি অপরাজিত থাকেন ৬৬ রানে। ক্যারিবিয়ান অলরাউন্ডার জেসন হোল্ডার ১৪ রান খরচায় নেন ২ উইকেট। জবাবে, ব্যাট করতে নেমে নিয়মিত উইকেট হারাতে থাকে ক্যারিবিয়রা। কাইল মায়ার্সের বিদায়ের পর এভিন লুইস ও ব্রেন্ডন কিংয়ের জুটিতেই একমাত্র প্রতিরোধের ছাপ দেখা গেছে ক্যারিবিয়ানদের ইনিংসে। কিন্তু এরপরই স্কটিশ স্পিন আক্রমণে তাসের ঘরের মতো হুড়মুড় করে ভেঙে পড়ে টপ ও মিডল অর্ডার। মার্ক ওয়াট তিনটি এবং ব্রাডওয়েল ও মাইকেল লিস্ক নেন দু’টি করে উইকেট।