সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-৩ সমতায় ফিরলো ইংল্যান্ড। ষষ্ঠ ম্যাচে পাকিস্তানি বোলারদের রীতিমতো ছেলেখেলা করেছে, ৮ উইকেটে জয় পেয়েছে ইংলিশরা।
১৭০ রানের চ্যালেঞ্জিং টার্গেটে ব্যাট করতে নেমে ঝড়ো সূচনা করেন দুই ওপেনার অ্যালেক্স হেলস ও ফিলিপ সল্ট। দলীয় ৫৫ রানে সাজঘরে ফেরেন হেলস। উইকেট গেলেও রান তোলার ঝড় থামাননি ইংলিশ ব্যাটাররা। দ্বিতীয় উইকেটে ডেভিল মালানকে সাথে নিয়ে ৩৪ বলে গড়েন ৭৪ রানের জুটি গড়েন সল্ট। ১৬ বলে ২৬ রান করে দলীয় ১২৮ রানে মালান ফিরলেও দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন সল্ট। তিনি অপরাজিত থাকেন ৮৭ রানে। তার সাথে চারে নামা বেন ডাকেট অপরাজিত থাকেন ২৬ রানে। এর আগে, প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৬৯ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। বাবর আজম করেন ৮৭ রান। ইফতিখার আহমেদ ৩১ ও হায়দার আলী করেন ১৮ রান।