টেকনাফে বিএনপি নেতাকে কুপিয়ে দুই হাতের কব্জি বিচ্ছিন্ন

0

টেকনাফে উপজেলা বিএনপি নেতা সিদ্দিক আহম্মদকে কুপিয়ে দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করেছে কয়েক ইয়াবা কারবারি।

শনিবার বিকেলে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জেরে স্থানীয় ইউপি সদস্য এনামুল হক এনামসহ একদল সন্ত্রাসী দা, কিরিচসহ বিভিন্ন দেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ছিদ্দিককের ওপর হামলা চালায়। এসময় তার দুই হাত কেটে নিয়ে তা নিয়েই মাঠে বিজয় উল্লাস করে হামলাকারীরা। পরে গ্রামবাসী রক্তাক্ত অবস্থায় সিদ্দিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

Share.

Comments are closed.