ওয়ালটন ঢাকা মহানগর টেবিল টেনিস লিগে নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে পুলিশ ক্লাব। রানার্স-আপ হয়েছে আবাহনী ক্লাব লিমিটেড। তৃতীয় হয়েছে পাললিক গ্রুপ।
পল্টনস্থ শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে লিগের শেষ ম্যাচে জেবিএল-৭১ কে হারিয়ে পূর্ণ ২২ পয়েন্ট অর্জন করে অপরিচিত চ্যাম্পিয়ন হয় পুলিশ ক্লাব। আবাহনী ১৬ পয়েন্ট পেয়ে রানার্স-আপ হয়। এদিকে পাললিক গ্রুপ ৩-১ সেটে উত্তরা টেবিল টেনিস একাডেমিকে হারিয়ে তৃতীয় হয়। চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলকে ট্রফি ও মেডেল প্রদান করেন, ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন ডক্টর শোয়েব রিয়াজ আলম ও শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সভাপতিত্ব করেন সাইদুল হক সাদী।