ট্রলি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত

0

চাঁদপুরের মতলব উত্তরে ট্রলি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।

শনিবার রাতে উপজেলার খাগুরিয়ার এলাকায় মালবাহী ট্রলির সাথে এই দুর্ঘটনা হয়। এসময় মোটরসাইকেল আরোহী মোঃ রাশেদ ঘটনাস্থলেই নিহত হন। মোটরসাইকেলের আরোহী শান্ত মিয়াজি ও ট্রলির হেলপার সেলিম মিয়াকে গুরুতর আহত অবস্থায় মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেলের অপর আরোহী তানভীরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

Share.

Comments are closed.