দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা বালুবোঝাই ট্রাক্টরকে ধাক্কা দেওয়ার পর পাথর বোঝাই ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। সোমবার ভোর রাতে উপজেলার আজাদ মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজাদ মোড়ে বালু বোঝাই একটি ট্রাক্টর দাঁড়িয়েছিল। এসময় বিরামপুর থেকে ছেড়ে আসা পাথরবোঝাই ট্রাকটি এসে বালুবোঝাই ট্রাক্টরকে স্বজরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাথর বোঝাই ট্রাকের চালক ও হেলপার নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।