ট্রাক চাপায় খুলনায় পুলিশ সদস্য নিহত

0

খুলনা মহানগরীর দৌলতপুর বাজারের সামনে ট্রাক চাপায় খুলনা মেট্রোপলিটন পুলিশের সদস্য মোসাব্বির নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার মনিরা সুলতানা।

প্রত্যক্ষদর্শী জানান, খালিশপুর সহকারী পুলিশ কমিশনারের দেহরক্ষী কনস্টেবল মোসাব্বির হোসেন সোমবার সকালে দৌলতপুরের সড়ক দিয়ে যাচ্ছিলেন। এসময় তাকে দ্রুতগামী একটি ট্রাক চাপা দিয়ে চলে যায়। মারাত্মক আহত অবস্থায় কনস্টেবল মোসাব্বিরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। ঘাতক ট্রাক এবং হেলপারকে আটক করা হলেও পলাতক রয়েছেন চালক।

Share.

Comments are closed.