ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাছধরার রিং জালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে সীমান্তবর্তী হরিপুর উপজেলায় বকুয়া ইউনিয়নের গজধুমডাঙ্গী গ্রামে লোনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
তৌহিদ ওই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, একই গ্রামের মফিজ উদ্দীনের ছেলে আরিফ হোসেন বাড়ির পাশে নদীতে রিং জাল পাতে। জালের সাথে বিদ্যুৎ সংযোগ স্থাপন করা হয় নিরাপত্তার কারণে। শুক্রবার ভোরে তৌহিদ পানিতে শামুক কুড়াতে নামলে বিদ্যুতের তারে জড়িয়ে মারা যায় সে। মরদেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ তৌহিদের মরদেহ উদ্ধার করে।