ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ব্যবহার করে সরকার জনমতকে নিয়ন্ত্রণ করছে

0

ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ব্যবহার করে সরকার সুপরিকল্পিতভাবে জনমতকে নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশানের দলীয় চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপি ও গণতন্ত্র মঞ্চের বৈঠক শেষে সংবাদ সম্মেলেনে এ অভিযোগ করেন ফখরুল। এসময় তিনি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় যুগপৎ আন্দোনের ঘোষণা দ্রুত আসবে বলেও জানান তিনি।

সকালে গুলশানে বিএনপির দলীয় প্রধানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হয় বিএনপি ও গণন্ত্রমঞ্চের ‘লিয়াঁজো কমিটি সভা’। সভায় আগামী দিনগুলোতে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং বাকস্বাধীনতা ফিরিয়ে আনতে যুগপৎ আন্দোলনকে আরো বেগবান করার কথা জানান মির্জা ফখরুল। আওয়ামী লীগ সরকার যেভাবে জনমতকে নিয়ন্ত্রণ করছে তাতে তার অধীনে আর কোন নির্বাচন হতে দেয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন বিএনপি মহাসচিব। বিএনপি এবং গণতন্ত্র মঞ্চের মধ্যে কোন ছন্দপতন হচ্ছে না বলেও জানান বিএনপির এ নেতা।

Share.

Comments are closed.