রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গু বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে বিমানবন্দর এলাকা পরিষ্কার রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সিটি করপোরেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তার কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে এই বৈঠক হয়। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন। এদিকে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সময়সূচি নতুনকরে নির্ধারণ করা হয়। মন্ত্রিপরিষদ সচিব জানান, শীত চলে আসায় আগামী ১৫ নভেম্বর থেকে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। বর্তমানে অফিস সময়সূচি সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত।