ডেঙ্গু শনাক্ত হওয়ার পরে যারা দেরিতে হাসপাতালে ভর্তি হচ্ছে তাদের মধ্যেই বেশি মৃত্যু হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। রবিবার রাজধানীর একটি অভিজাত হোটেল স্বাস্থ্য অধিদফতর আয়োজিত ডেঙ্গুর নতুন গাইডলাইন তৈরি বিষয়ে এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
সময়ের প্রয়োজনে আগের গাইডলাইনটি নতুন করে সাজানো হয়েছে। নতুন গাইডলাইনে আশা করি ডেঙ্গুর প্রকোপ কমে আসবে। সে বিষয়ে সব চিকিৎসক-নার্স ও টেকনিশিয়ানরা কাজ করছেন বলে জানান মন্ত্রী। এসময় মন্ত্রী আরও বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণ নিয়ে নানা মহলে সমালোচনা থাকলেও চিকিৎসা নিয়ে কেউ সমালোচনা করেনি। মন্ত্রী আরও বলেন, চিকিৎসার মান বৃদ্ধি করতে সারাদেশে ঘুরে বেড়াচ্ছি। আমরা চাই চিকিৎসকদের উপস্থিতি এবং যন্ত্রপাতিগুলো যেন সচল থাকে।