ঢাকার সমাবেশে কোন পরিবহন ধর্মঘাট থাকবে না

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ফখরুল ইসলামের মুখে মধু আর অন্তরে বিষ। তারা সমাবেশের অনুমতি চেয়েছে, অনুমতি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী বলে দিয়েছেন ঢাকার সমাবেশে কোন পরিবহন ধর্মঘাট থাকবে না। এর পরেও যদি লাঠি ও আগুন নিয়ে মাঠে নামেন তাহলে খবর আছে। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান। সম্মেলনে মাহাবুব আলী খানকে সভাপতি এবং জি এম সাহাবদ্দিন আজমকে সাধারণ সম্পাদক করে জেলা আওয়ামীলীগের কমিটি ঘোষণা করা হয়।

Share.

Comments are closed.