ঢাকায় আবাহনীর প্রতিপক্ষ উত্তর কোরিয়ান ক্লাব

0

এএফসি কাপের ইন্টার জোন প্লে-অফ সেমিফাইনালে আবাহনী  এবং  উত্তর কোরিয়ান ক্লাব এপ্রিল টোয়েন্টিফোর  মুখোমুখি হবে ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। দুই দলের ফিরতি ম্যাচ ২৮ আগস্ট উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়ংয়ে। দুই লেগ মিলিয়ে জয়ী দলটি উঠবে ইন্টার জোন প্লে-অফ ফাইনালে।

উত্তর কোরিয়ান দলটি আজ (শনিবার) বিকেলে ঢাকায় পৌঁছেছে। গ্রুপ পর্বে আবাহনীর চেয়ে পারফরম্যান্স ভালো এপ্রিল টোয়েন্টিফোর ক্লাবের। ৬ ম্যাচের মধ্যে তারা ৫ টি জিতে এবং একটি ড্র করে ‘আই’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠেছে দ্বিতীয় পর্বে। আবাহনী ৬ ম্যাচের ৪টি জিতে, একটি ড্র করে এবং একটি হেরে ‘ই’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় পর্বে উঠেছে। 

Share.

Comments are closed.