ঢাকা উত্তর সিটির মেয়র ও ওয়াসার এমডিকে কারাগারে পাঠাতে চান নদী কমিশন

0

ঢাকার চারপাশের নদ–নদীদূষণের দায়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও ঢাকা ওয়াসার এমডিকে কারাগারে পাঠাতে চান জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান। আর নদী ও পরিবেশ নিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে অনুষ্ঠানে অভিযোগ করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

রোববার সকালে বিশ্ব নদী দিবস উপলক্ষে রাজধানীর সিরডাপ মিলনায়তনে জাতীয় নদী রক্ষা কমিশন আয়োজিত সভায় তারা এসব মন্তব্য করেন। কমিশনের চেয়ারম্যান মনজুর আহমেদ চৌধুরী বলেন, প্রতিদিন ঢাকা শহরের মানুষের পরিত্যক্ত মল-মূত্র শোধনের কাজ ঢাকা ওয়াসার দায়িত্ব হলেও তা তারা করেনা। সেগুলো সিটি করপোরেশনের পানি নিষ্কাশন নালার মাধ্যমে নদ–নদীতে গিয়ে পরে। অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় খাল পরিদর্শনের উদাহরণ টেনে তিনি বলেন, খালের ময়লা-আবর্জনা যাতে নদীতে গিয়ে না পড়ে সে জন্য খালের মুখে নেট দেয়ার কথা থাকলেও উত্তর সিটি করপোরেশন এখনো সে কাজ করেনি।

নদী বিশেষজ্ঞ ড. অধ্যাপক আইনুন নিশাত বলেন, দেশে যেসব কালবার্ট ব্রিজগুলো নির্মাণ হচ্ছে তার বেশিরভাগই ভুল পরিকল্পনা। সভায় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, নদী ও পরিবেশ নিয়ে এখন কিছুটা রাজনীতি হচ্ছে। নদী ও পরিবেশ নিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বল অভিযোগ করেন তিনি। ঢাকার চারপাশের নদ–নদী অবৈধ দখলের মধ্যে ৯০ শতাংশের বেশি দখলমুক্ত করা হয়েছে বলে দাবি করেন মন্ত্রী।

Share.

Comments are closed.