১৯৯৬ সালের সংবিধানের আলোকেই তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা চূড়ান্ত করবে বিএনপি। বৃহস্পতিবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বাংলাদেশ লেবার পার্টি ও এনপিপির সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে এ কথা বলেন। এ সময় সংসদ বিলুপ্ত করে নতুন কমিশনের অধীনে নির্বাচনের দাবি জানান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারবিরোধী যুগপৎ আন্দোলন করার লক্ষ্যে সমমনা বিরোধী দলের সঙ্গে ধারাবাহিক সংলাপ করছে বিএনপি। এই প্রক্রিয়ার অংশ হিসেবে বৃহস্পতিবার ২০ দলীয় জোটের শরিক লেবার পার্টির একাংশের সঙ্গে সংলাপে বসে বিএনপি। বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, খালেদা জিয়াকে মুক্ত করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আদায়ের বিষয়ে ঐকমত্য হয়েছে। দাবিগুলো চূড়ান্ত করে শিগগির যুগপৎ আন্দোলন শুরু করা হবে বলে জানান বিএনপি মহাসচিব। নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি আদায়ে আন্দোলনের ধরন, নির্বাচন পরবর্তী জাতীয় সরকার, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদসহ নানা বিভিন্ন বিষয়ে আলোচনা হয় সংলাপে।