২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে তথ্য প্রযুক্তিতে দক্ষ করে তোলার বিকল্প নেই।
শুক্রবার রাজধানীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ আইটি প্রোফেশনাল ফ্রেন্ডস ক্লাব কর্তৃক আয়োজিত আইটি কনফারেন্সে বক্তারা একথা বলেন। বক্তারা আরো বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার বিকল্প নেই। এখন বিশ্বব্যাপী আইটির বিপ্লব ঘটছে। নিজেদেরকেও এ বিপ্লবের অংশ হিসেবে গড়ে তুলতে হবে। তবেই উন্নত বিশ্বের অংশীদারিত্বের দাবিদার হবে বাংলাদেশ।