তিন বছর পর কাল থেকে শুরু হচ্ছে নারীদের জাতীয় রাগবি প্রতিযোগিতা

0

তিন বছর পর কাল থেকে শুরু হচ্ছে নারীদের জাতীয় রাগবি প্রতিযোগিতা। ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্টে অংশ নিচ্ছে ১৬ টি দল, এরমধ্যে ১৫টি জেলা দলের পাশাপাশি অংশ নিচ্ছে আনসারের একটি দল।

দুপুরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, বাংলাদেশ রাগবি ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী। এসময় তিনি বলেন, ৪দিনের এ টুর্নামেন্টটি শেষ হবে ২৮ মে। এতে ১৬ টি দল অংশ নিচ্ছে চারটি গ্রুপে ভাগ হয়ে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দল উঠবে সেমিফাইনালে। সাড়ে ৫ লাখ টাকা বাজেটের এ টুর্ণামেন্টের টাইটেল স্পন্সর ওয়ালটন। এসময় ওয়ালটনের পক্ষে থেকে জানানো হয়, এখন থেকে টুর্ণামেন্টটি নিয়মিত আয়োজনের জন্য প্রতিবছর পৃষ্ঠপোষকতা করবে দেশের শীর্ষস্থানীয় ইলেক্ট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি।

Share.

Comments are closed.