তুরস্কের এক বিরোধীদলীয় আইনপ্রণেতা হাতুড়ি দিয়ে পিটিয়ে একটি স্মার্টফোন ভেঙে ফেলেন পার্লামেন্টের ভেতরেই। বিষয়টি নিয়ে হইচই পড়ে গেছে। বুধবার এ ঘটনা ঘটে।
সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য ছড়ানোর বিষয়ে প্রস্তাবিত একটি বিলের প্রতিবাদে সংসদে বক্তৃতা দেওয়ার সময় হাতুড়ি দিয়ে ফোন ভেঙে ফেলেন বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির সদস্য বুরাক এরবে। এসময় তিনি বলেন, যদি এই আইনটি পাস হয় তাহলে আমার তরুণ ভাই-বোনদের বলছি, ফোন বের করে, এভাবে ভেঙে ফেলা দরকার। ইউরোপীয় একটি আইনি সংস্থা বলছে, তুরস্ক সরকারের এই আইন বাকস্বাধীনতার পরিপন্থি এবং আগামী বছরের নির্বাচন কাভারেজে গণমাধ্যমের জন্য ক্ষতিকর হবে। এটি প্রত্যাখ্যানের আহ্বানও জানায় সংস্থাটি।