তৃতীয়বারের মতো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুললো জ্যামাইকা তালাওয়াশ। ফাইনালে প্রতিপক্ষ বার্বাডোজ রয়্যালসকে ৮ উইকেটে হারিয়েছে তারা।
শনিবার গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে ব্যাট করে বার্বাডোজ। আজম খানের অর্ধশত ও রাহকিম কর্নওয়ালের ৩৬ রানে ভর করে ৭ উইকেটে ১৬১ রান সংগ্রহ করে দলটি। জ্যামাইকা তালাওয়াশের হয়ে ফ্যাবিয়ান অ্যালেন ও নিকলসন গর্ডন ৩টি, ইমাদ ওয়াসিম নেন একটি উইকেট। জবাবে, ব্রেন্ডন কিংয়ের তাণ্ডবে ৮ উইকেট ও ২৩ বল বাকি থাকতেই জয় তুলে নিয়ে তৃতীয়বারের মতো সিপিএল শিরোপা ঘরে তোলে রভম্যান পাওয়েলের জ্যামাইকা। ৫০ বলে অপরাজিত ৮৩ রানের ঝড়ো ইনিংস খেলেন ব্রেন্ডন। ম্যাচ সেরার পুরস্কার জেতেন ফ্যাবিয়ান অ্যালেন। আর টুর্নামেন্ট সেরা হোন ব্রেন্ডন কিং।