আগামী শুক্রবার লাহোরের লিবার্টি চক থেকে রাজধানী ইসলামাবাদের অভিমুখে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের লংমার্চ কর্মসূচি শুরু হবে। মঙ্গলবার পিটিআই চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বরাত দিয়ে এ তথ্য জানায় ডন।
প্রতিবেদনে বলা হয়, দেশের ‘প্রকৃত স্বাধীনতার’ জন্য এই লংমার্চ কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে দাবি করেছেন ইমরান খান। সংবাদ সম্মেলনে তিনি জানান, লিবার্টি চক থেকে বেলা ১১টায় লংমার্চ শুরু হবে। তিনি নিজেই এই কর্মসূচির নেতৃত্ব দেবেন। সাবেক প্রধানমন্ত্রী আরও জানান, এই লংমার্চের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। তারা জিটি রোড থেকে ইসলামাবাদ পৌঁছবেন। পাকিস্তানের সব প্রান্ত থেকে ইসলামাবাদে জনতার ঢল নামবে বলে দাবি ইমরান খানের।