হাই স্কোরিং দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১৬ রানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করলো ভারত। গোহাটিতে ভারতের করা ২৩৭ রানের জবাবে ২২১ রানে থামে প্রোটিয়াদের ইনিংস।
রোহিত শর্মা-লোকেশ রাহুলের পর, তাণ্ডব চালান সূর্যকুমার যাদব ও বিরাট কোহলিও। শুদ্ধ ক্রিকেটিং শটের সাথে আনঅর্থোডক্স ইম্প্রোভাইজেশনে রাবাদা-নরকিয়াদের ঘাম ছুটিয়েছেন কোহলি। ১০২ রানের জুটি গড়ে যাদব বিদায় নেন ৬১ রান করে। শেষ পর্যন্ত ৪৯ রানে অপরাজিত থাকেন কোহলি। আর ৭ বলে ১৭ রান করে ভারতের সংগ্রহকে পাহাড় চূড়ায় নিয়ে যান দীনেশ কার্তিক। এতে জয়ের জন্য প্রোটিয়াদের টার্গেট দাঁড়ায় ২৩৮ রান। জবাবে ৩৭ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পরে আফ্রিকা। তবে চতুর্থ উইকেট জুটিতে রেকর্ড গড়েন কুইন্টন ডি কক ও ডেভিড মিলার। মিলারের সেঞ্চুরি ও ডি ককের ফিফটিতে আসে ১৭৪ রান। ১০৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন মিলার। ডি কক করেন ৬৯ রান। তবে মিলারের দুর্দান্ত ইনিংসের সাথে ডি কক তাল মেলাতে পারেননি বলে অবিস্মরণীয় জয়ের কাছে গিয়েও পরাজয় মেনে নিতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। রোমাঞ্চ ছড়িয়ে ২২১ রানে থামে প্রোটিয়াদের ইনিংস।