দখল, লুটপাট বন্ধের জন্য সোচ্চার হওয়ার আহবান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র। সোমবার সকালে রাজধানীর শহিদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্কের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই আহবান জানান। এ সময় স্বাধীনতারোধীদের সঙ্গে কোন অবস্থাতেই আপোষ নয় বলে মন্তব্য করেন বক্তারা।
মহান স্বাধীনতার অন্যতম সংগঠক, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহিদ তাজউদ্দীন আহমদ’ এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গুলশান সেন্ট্রাল পার্কের নামকরণ করা হয়েছে শহিদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্ক। অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, দেশকে হৃদয় থেকে ভালোবাসতে পারলেই দখল লুটপাট বন্ধ করতে হবে। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশকে প্রকৃতপক্ষে ভালোবাসলে স্বাধীনতাবিরোধীদের সাথে কোন সমঝোতা করা যাবে না। দেশের স্বার্থে ও কল্যাণে সকলকে এক হয়ে কাজ করার আহবান জানান বক্তারা।