দল বদল শুরু ১ অক্টোবর, লিগ মাঠে গড়াবে ১ জানুয়ারি

0

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রফেশনাল লিগ কমিটি নতুন মৌসুমের দলবদলের তারিখ পুনঃনির্ধারণ করেছে। আগামী ১ অক্টোবর থেকে ২০ নভেম্বর পর্যন্ত হবে স্থানীয় ও বিদেশি খেলোয়াড়দের রেজিষ্ট্রেশন। ডিসেম্বরে ফেডারেশন কাপ দিয়ে মাঠে গড়াবে ফুটবল। ১ জানুয়ারি শুরু হবে দ্বাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগ। স্বাধীনতা কাপ হবে প্রিমিয়ার লিগের মাঝে। সোমবার কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কমিটির চেয়ারম্যান বাফুফের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গত ৩ আগস্ট শেষ হওয়া একাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিল অনুমোদন দেয়া হয়েছে।

বিদায়ী মৌসুমে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো সর্বোচ্চ চারজন বিদেশি খেলোয়াড় রেজিষ্ট্রেশন করাতে পেরেছিল। খেলতেও পেরেছিল চারজন। কিন্তু এবার কিছু ক্লাব রেজিষ্ট্রেশন বাড়ানোর আবেদন করেছে। লিগ কমিটি ক্লাবগুলোর দাবি মেনে নিয়েছে। তবে বিষয়টির চূড়ান্ত সিদ্ধান্ত দেবে বাফুফের নির্বাহী কমিটি। ৫ জন রেজিষ্ট্রেশন করালেও এক সঙ্গে খেলতে পারবে ৪ জন।

শেষ হওয়া প্রিমিয়ার লিগের খেলা হয়েছে ৬ ভেন্যুতে। আগামীতে ভেন্যু বাড়ানোর পরিকল্পনাও আছে লিগ কমিটির। নরসিংদী, কুমিল্লা, আর্মি স্টেডিয়াম, কমলাপুর, চট্টগ্রাম ভেন্যুগুলোর নাম উঠেছে। লিগ কমিটি এগুলো পরিদর্শন করে সিদ্ধান্ত নেবে।

Share.

Comments are closed.