দায়িত্বজ্ঞানহীন কেউ যেন আগামীতে ক্ষমতায় না আসে সেজন্য ভোটদানে দেশবাসীকে সতর্ক থাকার অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৯১ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় মোকাবিলায় বিএনপি-জামায়াত জোট সরকারের দায়িত্বজ্ঞানহীন মনোভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এই ঘূর্ণিঝড়ের পর ওই দলটির প্রধান বলেছিলেন, ‘যত লোক মারা যাওয়ার কথা ছিল তত লোক মারা যায় নাই।’
বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২২’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। আবার ওরকম কেউ যেন ক্ষমতায় না আসে, সে জন্য দেশবাসীকে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, দেশের ভৌগোলিক অবস্থানের কথা চিন্তা করে নিজেদের দুর্যোগ মোকাবিলার ব্যবস্থা নিজেদেরই করে নিতে হবে। তাই উপকূলীয় অঞ্চল বৃক্ষায়নের মাধ্যমে যতবেশি সম্ভব সবুজে আচ্ছাদিত করলে দেশকে বাঁচানো সম্ভব।