দিনাজপুরে ইউএনওকে হত্যা চেষ্টায় একজনের ১৩বছরের কারাদন্ড

0

দিনাজপুর ঘোড়াঘাট উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবাকে কুপিয়ে হত্যা চেষ্টা মামলায় আসামী রবিউল ইসলামকে পৃথক ধারায় ১৩বছরের কারাদন্ড প্রদান করেছে আদালত।

মঙ্গলবার সকালে এ রায় ঘোষনা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সুলতানা সাদিয়া এ রায় দেন। ২০২০ সালের ২ সেপ্টেম্বর মধ্যরাতে সরকারি বাসভবনে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবাকে হত্যা চেষ্টা করা হয়। ১১সেপ্টেম্বর ঐ বাসভবনের মালী রবিউলসহ কয়েকজনকে আটক করা হয়। এর আগে টাকা চুরির অপরাধে রবিউলকে চাকুরিচ্যুত করা হয়। প্রতিহিংসার জেরে সে নিজে এ হামলা চালায় বলে জানায় পুলিশ।

Share.

Comments are closed.