দিনাজপুরে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের পাঁচজনকে আটক করেছে পুলিশ। দুপুরে এক সংবাদ সম্মেলনে দিনাজপুর পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ এ তথ্য জানান।
দিনাজপুর-দশমাইল মহাসড়কের কর্নাই কাটাপাড়া গ্রাম সংলগ্ন রোডে ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে বুধবার গভীর রাতে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে দেশীয় চাইনিজ কুড়াল, ছুরি, হাসুয়া, টর্চ লাইট, রশি ও গামছাসহ ডাকাতির নানা সরঞ্জাম জব্দ করা হয়। আটকৃতদের বিরুদ্ধে নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে।