দিনাজপুরে পূর্ব শত্রুতার জেরে দুই গ্রুপের সংঘর্ষ

0

দিনাজপুরে পূর্ব শত্রুতার জেরে দুই গ্রুপের সংঘর্ষে রাজু আহমেদ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে সদর উপজেলার চেহেলগাজী ইউপির বাঙ্গিবেচা সেতু এলাকায় এই ঘটনা ঘটে।

রাজু আহমেদ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে। সে বাহাদুর বাজারে মাছ ব্যবসা করত। পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্ব শত্রুতার জেরে দুই গ্রুপের মধ্যে শনিবার সকালে মারামারি হয়। পরে বিরোধের জেরে বাঙ্গীবেচা সেতু এলাকায় রাজু ও তার বন্ধুদের ওপর হামলা চালায় প্রতিপক্ষ গ্রুপের লোকজন। এসময় দুই পক্ষের সংঘর্ষের একপর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে প্রতিপক্ষরা।

Share.

Comments are closed.