দিনাজপুরের খানসামায় অপহরনের পর বলাৎকার করে ৮ বছরের শিশু হত্যার ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। শরীফুলের দেয়া তথ্যের ভিত্তিতে যুগিরঘোপা গ্রামে তার ভাড়া বাসা থেকে রবিবার দিবাগত রাত ১২ টায় ওই শিশুর হাত—পা বাধা বস্তাবন্দী লাশ উদ্ধার হয়।
গত ২ ডিসেম্বর বিকেলে অপহরণের পর বলাৎকার করে মেরে ফেলা হয় শিশুটিকে। পরে শিশুটির বাবা খোঁজাখুজি করতে থাকলে শিশুর লাশ মাটিতে পুতে রাখে অপহরণকারী। পরে মুক্তিপণ দাবী করলে তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরনকারী শরীফুলকে চিহ্নিত করে লাশ উদ্ধার করে পুলিশ ।সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ।