দিনের ভোট রাতে করতেই বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন শুরু

0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এ দেশের মানুষ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার দেখতে  চায়। আর এ জন্য বিজয় দিবসে দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন তিনি। বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয় বিএনপির পক্ষ থেকে। পরে দলে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করে বলেন, সরকার গায়ের জোরে আবারও দিনের ভোট রাতে করতেই বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন শুরু করেছে। এ সময় তিনি বলেন, দেশের মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মুক্তিযুদ্ধের চেতনা আজ ভূলুণ্ঠিত। সেই স্বপ্ন পূরণের জন্য সবার আগে প্রয়োজন একটি গণতান্ত্রিক সরকার। বিএনপির ১০ দফা বাস্তবায়নে দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দলের এই নেতা।

Share.

Comments are closed.