দিন ও রাতের পালাবদলেই বিদায় নিচ্ছে আরো একটি বছর

0

শীতের পাতার মতো প্রতিটি দিন ঝরে যায়। সব বর্তমানই মিলিয়ে যায় কালের গহব্বরে। সময়ের মতো মিশে যায় মানুষের পাওয়া না পাওয়ার বহমান ধারা। আর এভাবেই দিন ও রাতের পালাবদলেই বিদায় নিচ্ছে আরো একটি বছর। পুরোনো বছরের সব কষ্ট আর গ্লানি মেনে নিয়ে নতুন স্বপ্নে আগামীকে বরণ করতেই যেন উৎসুক সাধারন মানুষ।

বিগত দিনের দুঃখ-বেদনা ভুলে নতুন আশা নিয়ে ২০২২ সালকে বরণ করবে দেশ। অপূর্ণতা, কষ্ট, গ্লানি, যেন আগামীকে স্পর্শ না করে, সেই ভাবনাতেই আগামীর স্বপ্নে সামনে এগুতে চায় তরুণ তরুণীরা। নতুন বছর মানেই নতুন করে শুরু, নতুন ভাবনায় সবকিছু গুছিয়ে নেয়া। দিন যায়, দিন আসে। শেষ হয় একেকটি সৌর-বছরের হিসেব নিকেষ। খেটে খাওয়া মানুষের জীবন যেন থেমেই থাকে একই বৃত্তে। হাতুড়ির টুংটাং শব্দে কিংবা সারাদিন রিক্সার প্যাডেল ভর করে মিলিয়ে যায় দিন, চলে যায় রাত। নতুন দিনের রঙিন স্বপ্ন তবু ফিকে হয় না মেহনতি মানুষের।

Share.

Comments are closed.