ভারতের দিল্লিতে দিনে-দুপুরে ১৭ বছর বয়সী এক কিশোরীর গায়ে এসিড ছুড়েছে দুর্বৃত্তরা। গুরুতর দগ্ধ ওই কিশোরী হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার এ হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই কিশোরীর বাবা অভিযোগ করে বলেন, তার মুখ ঝলসে গেছে, চোখের ভেতরেও প্রবেশে করেছে ক্যামিকেল। পুলিশ বলছে, দুইজন সন্দেহভাজনকে শনাক্ত করা গেছে। তাদের মধ্যে একজন আটক হয়েছে। ওই কিশোরীকে এসিড নিক্ষেপের একটি সিসিটিভির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিও ফুটেজে দেখা যায়, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দুর্বৃত্তরা মোটরবাইকে করে এসে ওই কিশোরীর গায়ে কিছু একটা নিক্ষেপ করে দ্রুত সটকে পড়ে। পরে ওই কিশোরী চিৎকার করতে করতে দৌড়াতে থাকেন। এ ঘটনার পেছনে কোনো চক্র থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।