দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হলো দেশি বিদেশি কবি, সাহিত্যিক, চিন্তাবিদ, লেখকদের মিলনমেলা ঢাকা লিট ফেস্ট ২০২৩। বৃহস্পতিবার সকালে বাংলা একাডেমীর আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে মনিপুরী, ক্লাসিক্যাল, রবীন্দ্র সংগীতের সঙ্গে নৃত্য পরিবেশনের মাধ্যমে শুরু হয় এবারের উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান।
মহামারির কারণে দীর্ঘ তিন বছর বন্ধ ছিল লিট ফেন্ট। ঢাকা লিট ফেস্টের দশম আয়োজনের-এর উদ্বোধন করেন নোবেল বিজয়ী সাহিত্যিক আবদুলরাজাক গুরনাহ, ভারতীয় লেখক ও সাহিত্য সমালোচক অমিতাভ ঘোষ, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নুরুল হুদা। এই আয়োজনের মাধ্যমে এমন কিছু দেখা যাবে যা নিজের জীবনেও কখনও দেখা হয়নি বলে এ সময় আশাবাদের কথা জানান নোবেল বিজয়ী সাহিত্যিক আবদুল রাজাক গুরনাহ। বক্তারা বলেন অনেক আলোচনা, বিতর্ক এবং সৃজনশীলতার স্ফুলিঙ্গের যোগসূত্র স্থাপন করবে। আয়োজকরা জানান, চার দিনের এই আয়োজনে থাকবে কথোপকথনের একটি বৈচিত্র্যময় মিশ্রণ, বিজ্ঞান ও প্রযুক্তির সেশন, শিশু ও তরুণদের জন্য আকর্ষণীয় আয়োজন, চলচ্চিত্র প্রদর্শনী, নাট্য, সংগীত এবং সাংস্কৃতিক পরিবেশনা।