দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় হিলি চেকপোস্টে বাড়তি সতর্কতা

0

ঢাকার আদালত থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় পঞ্চগড়ের বাংলাবান্ধা ও দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।

সেইসঙ্গে বাংলাদেশ-ভারতের বিভিন্ন সীমান্ত এলাকাতেও নজরদারিসহ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে বলে জানা গেছে। রোববার বিকেলেই পুলিশের বিশেষ শাখা থেকে ইমিগ্রেশন চেকপোস্টগুলোতে বিশেষ চিঠি যায়। সঙ্গে ছিনতাই হওয়া দুই জঙ্গির নাম এবং ছবিও পাঠানো হয়েছে। প্রতিটি পাসপোর্ট সতর্কতার সাথে যাছাই-বাছাই শেষে যাত্রীদের ভারতে যাবার অনুমতি দেয়া হচ্ছে। মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত জঙ্গি শামীম এবং সোহেলকে রোববার দুপুরে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ফটকের সামনে থেকে ছিনিয়ে নেওয়া হয়। এই দুই জঙ্গি প্রকাশক ফয়সল আরেফিন দীপন এবং ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।

Share.

Comments are closed.