তথ্য গোপন করে দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশির সম্পদ কেনার অভিযোগের বিষয়ে অনুসন্ধান করতে দুদকসহ চার প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে দুদক ছাড়াও পুলিশের গোয়েন্দা সংস্থা সিআইডি, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-বিএফআইইউ ও জাতীয় রাজস্ব বোর্ডকে নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ৩০ দিনের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশির হাজার প্রপার্টি শিরোনামে গণমাধ্যমে একটি প্রতিবেদনে প্রকাশিত হয় গত মঙ্গলবার। বাংলাদেশে তথ্য গোপন করে ২০২০ সাল পর্যন্ত সেখানে মোট ৯৭২টি সম্পত্তির তথ্য উল্লেখ করা হয় প্রতিবেদনটিতে। এ বিষয়ে একটি রিট আবেদন পর বিষয়টি অনুসন্ধানে দুদকসহ চার প্রতিষ্ঠানকে রোববার নির্দেশ দেন হাইকোর্ট। যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্টার ফর অ্যাডভান্সড ডিফেন্স স্টাডিজ বলছে, ইইউ ট্যাক্স অবজারভেটরি জানিয়েছে, কাগজে-কলমে ওইসব সম্পত্তির মোট মূল্য সাড়ে ৩১ কোটি ডলার। তবে এর প্রকৃত মূল্য কম করে হলেও এক বিলিয়ন ডলারের বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। দুবাইয়ের ভূমি বিভাগের তথ্য অনুযায়ী, করোনায় দুবাইয়ে বাংলাদেশি ধনীরাই সবচেয়ে বেশি সম্পদ কিনেছেন।