শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে এখন পর্যন্ত নাশকতার কোন আশঙ্কা নেই বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন। রাজধানীর বনানীতে পূজা মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে গিয়ে সাংবাদিকদের তিনি বলেন, জঙ্গিদের সব বিষয়ে মনিটর করা হচ্ছে। যেকোনো নাশকতার পরিস্থিতি মোকাবিলায় র্যাব প্রস্তুত রয়েছে।
সোমবার রাজধানীর বনানীতে পূজা মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে র্যাবের মহাপরিচালক সাংবাদিকদের জানান, দুর্গাপূজাকে ঘিরে নাশকতার পরিকল্পনার খবর না থাকলেও নিরাপত্তা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে। জঙ্গিরা যতই কৌশলী হোক না কেনো, র্যাব তাদের থেকে আরও বেশি দক্ষ এবং কৌশলী। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেকোনো ধরনের গুজব রুখে দিতেও র্যাবের সাইবার দল প্রস্তুত বলে জানান তিনি। সব ধর্মের মানুষ যেন তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান সুষ্ঠুভাবে ও নির্বিঘ্নে সম্পন্ন করতে পারে, সেজন্য র ্যাব্সহ সব আইন-শৃঙ্খলা বাহিনী সব সময়ই তাদের দায়িত্বের প্রতি শ্রদ্ধাশীল বলে এ সময় মন্তব্য করেন খুরশীদ হোসেন।