দেবীর বোধন ও ষষ্ঠী পূজার মধ্য দিয়েই শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। পঞ্জিকা মতে এবার গজে অর্থাৎ হাতিতে আগমন দেবির আর নৌকায় হবে গমন। উৎসবকে ঘিরে সারাদেশে বিরাজ করছে সাজসাজ রব । সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে নিরাপত্তা বাহিনী।
দেবীপক্ষের ষষ্ঠী অর্থাৎ শুক্লা ষষ্ঠী তিথিতে শনিবার রাজধানীর ধানমন্ডীর পূজা মন্ডবে দেবির বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে দূর্গোৎসবের আনুষ্ঠানিকতা। দেবী দুর্গাকে আমন্ত্রন জানানো হয় চন্ডীপাঠ, ঢাকের বোল, শঙ্খের শব্দ আর উলুধ্বনিতে। দুর্গাপূজাকে আনন্দমুখর করে তুলতে রাজধানী ঢাকা জুড়ে মন্ডপগুলো সাজানো হয়েছে বর্ণাঢ্য সাজে। সকাল থেকেই হিন্দু ধর্মাবলম্বী শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষকে আসতে থাকেন পূজা অর্চনায়। মঙ্গলের প্রার্থনা চলতে থাকে দেবীর পায়ের কাছে।
পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে র ্যাবের মহাপরিচালক বললেন, পূজাকে কেন্দ্র করে যে কোন ধরনের গুজব বা উস্কানির বিষয়ে সবাই সচেতন থাকতে হবে। পঞ্জিকা মতে এবার দেবীর গজে অর্থাৎ হাতিতে আগমন আর নৌকায় গমন। খড়গ-কৃপাণ, চক্র, গদা, তীর-ধনুক, ত্রিশূল আর কল্যাণ নিয়ে উপস্থিত হবেন এবং মহিষাসুর বধ করে হেসে উঠবেন দেবী। এ বছর সারাদেশে ৩২ হাজার ১৬৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।