দেশের অগ্রযাত্রাকে কেউ রুখতে পারবেঃ প্রধানমন্ত্রী

0

দেশের অগ্রযাত্রাকে কেউ রুখতে পারবে না বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির সময়ে কেবল লুটপাট হয়েছে, নৈরাজ্য হয়েছে। যুবলীগের ৫০-তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির আয়োজনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত যুব-মহাসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। এ সময় তিনি দেশের উন্নয়নে যুবসমাজকে এগিয়ে আসার আহবান জানান।

যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘দেশের অর্থনীতি যথেষ্ট শক্তিশালী। বাংলাদেশে কোনো দুর্ভিক্ষ হবে নf ‘। দেশের কোথাও যেন এক ইঞ্চি জমিও অনাবাদি না থাকে, সেজন্য নিজ গ্রামে গিয়ে যুবদের অনাবাদি জমি কাজে লাগানোর আহ্বান জানান তিনি। আওয়ামী লীগ যুবদের কর্মসংস্থান দিয়েছে, আর বিএনপি করেছে হত্যা। এমন দাবি করে শেখ হাসিনা বলেন, ‘উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে যুবদের সম্পৃক্ত করতে যুবলীগ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল। তরুণরাই পারে দেশকে গড়ে তুলতে।’ সরকার প্রধান বলেন, বাংলাদেশের অগ্রযাত্রা কেউ দাবায়ে রাখতে পারবে না। আজকের যুব সমাজকে জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে উন্নত-সমৃদ্ধ দেশ গড়ার কাজ করতে হবে।

Share.

Comments are closed.