জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, দেশের অবস্থা অত্যন্ত নাজুক, রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিতিশীল, সামনে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবেনা। সরকার যে ভাবে ঋন গ্রস্থ হচ্ছে দেশের রপ্তানী আর প্রবাসী আয় একে বারে কমে যাচ্ছে । আমদানী ব্যায় বাড়ছে রির্জাভ কমে যাচ্ছে। সোমবার দুপুরে ঢাকা থেকে বিমান যোগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরন করে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন সরকার মেগা প্রকল্পের নামে নেয়া ঋনের বোঝা বইতে পারবেনা বলে আমি সন্দেহ প্রকাশ করছি। সামনে নি র্বাচন কি হবে বুঝতে পারছিনা নির্বাচনে সব দল অংশ নেবে বলেও মনে হচ্ছেনা। দেশ এখন পুরোপুরি অনিশ্চয়তার দোলাচলে দুলছে। জিএম কাদের বলেন এই সরকার দেশ পরিচালনায় সম্পূর্ন ব্যার্থ একথা সংসদে এবং বাইরে অনেকবার বলেছি। সরকারকে আমরা সমর্থন দিয়েছিলাম কারণ আমরা ভেবেছিলাম গনতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দিবে তারা।