দেশের কোথাও গাড়ি বন্ধের বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিআরটিএ কিছু জানেনা বলে মন্তব্য করেছেন সংস্থাটির চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। শুক্রবার সকালে রাজধানীতে সড়ক পরিবহন কর্তৃপক্ষের কর্যালয়ে এ কথা জানান তিনি। এ সময় তিনি বলেন, বিআরটিএ কাছে কেউ কোনো দাবি-দাওয়াও জানায়নি। আর মালিক শ্রমিকরা কোন অনুমতি নিয়েও ধর্মঘট করে না।
২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে জনসাধারণকে সড়ক বিষয়ে সচেতন করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ যেসব কর্মসূচি হাতে নিয়েছে, তা জানাতেই অনুষ্ঠিত হয় এই সংবাদ সম্মেলন। ময়মনসিংহ-খুলনাসহ বিভিন্ন স্থানে রাজনৈতিক দলের সমাবেশকে কেন্দ্র করে গাড়ি বন্ধ করে দেয়া হচ্ছে কিনা, সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিআরটিএ চেয়ারম্যান বলেন, বিষয়টি তার জানা নেই। সাংবাদিকতের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৭ কোটি মানুষের জন্য বিআরটিএ-এর পর্যাপ্ত জনবল নেই। তাই দুর্ঘটনা এড়াতে প্রত্যেকের ব্যক্তিগত জায়গা থেকে সচেতন হওয়ার বিকল্প নেই। সড়কে দূর্নীতি এড়াতে সংস্থাটির অনেক সার্ভিস অনলাইন ভিত্তিক করা হয়েছে বলে দাবি করেন চেয়ারম্যান। রাজধানীকে যানজট মুক্ত করতে ডাম্পিং স্টেশন বাড়ানোর কাজ চলছে বলে সংবাদ সম্মেলনে জানান বিআরটিএ চেয়ারম্যান।