দেশের যে অবস্থা তাতে নিষেধাজ্ঞা আসবে সেটা স্বাভাবিক মন্তব্য আমীর খসরু মাহমুদের

0

দেশের যে অবস্থা তাতে নিষেধাজ্ঞা আসবে সেটা স্বাভাবিক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতে রূপরেখা ব্যাখ্যা ও বিশ্লেষণ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের ভেতরে যে অন্যায়, অনিয়মগুলো হচ্ছে সেটা সরকার বন্ধ না করে দূতাবাসকে ব্যবহার করে নিষেধাজ্ঞা ঠেকানোর কাজ করা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। অনুষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. দিলারা চৌধুরী বলেন, রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়ায়, তার সংস্কার জরুরি হয়ে পড়েছে। বিএনপি ক্ষমতায় এলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টসহ যত কালো আইন আছে সবই বাতিল করা হবে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা।

Share.

Comments are closed.