দেশে ডলারের কোন সংকট নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মম্ঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে এখনো ৩৫ বিলিয়ন রির্জাভ আছে। তাতে করে পন্য আমদানীর ক্ষেত্রেও কোন সমস্যা হবার কথা নয়। এ বিষয়ে কিছু মিডিয়া অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার বুয়েট খেলার মাঠে যুব ও ক্রিড়া মন্ত্রনালয়ের আয়োজিত বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোটস চ্যাম্পিয়নশিপ ফুটবল আসরের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গ্যাস ও বিদূৎতের সংকট শুধু বাংলাদেশের নয়, সারা পৃথিবীতেই এখন এই সমস্যা চলছে। ডলার সংকটের খবর সম্পর্কে কিছু গণমাধ্যম অতিরঞ্জিত করছে বলে এ সময় মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, অপপ্রচারের বিষয়গুলো সরকার গুরুত্বের সঙ্গে দেখছে।