দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর ফিরবে না

0

বিএনপি যতই রাজনীতি করুক, দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর ফিরবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার রাজধানীতে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। দেশে মানবাধিকার পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে বলে এ সময় মন্তব্য করেন তিনি।

বিশ্ব নৌ দিবস উপলক্ষে রাজধানীর একটি অভিজাত হোটেলে আলোচনা সভার আয়োজন করে নৌপরিবহন মন্ত্রণালয়। সভা শেষে সাংবাুিদকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, দেশের সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অবৈধ ঘোষণা করেছেন। তাই বিএনপি যতই আন্দোলন করুক, রাজনীতি করুক, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর ফেরানোর পথ নেই।

আরেক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশে আরও কিছুদিন থাকার পর বুঝতে পারবেন যে, এদেশের মানবাধিকার পরিস্থিতির উন্নতি হয়েছে। ‘খালেদা জিয়ার সাজা বাড়িয়ে যারা রায় দিয়েছেন ভবিষ্যতে তাদের বিচার হবে’. খালেদা জিয়ার আইনজীবীদের দেওয়া এমন বক্তব্য প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, এটা আদালত অবমাননা করা হয়েছে, আদালত দেখবেন।

Share.

Comments are closed.