বাংলাদেশ পুলিশের বিদায়ী মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বলেছেন, আমাদের দেশে একধরনের নষ্ট রাজনীতির দুষ্টচর্চা ছিল, এখনো আছে। বৃহস্পতিবার রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, পুলিশের গুলিতে মানুষের মৃত্যু অনাকাঙ্ক্ষিত, তবে নিজেদের আত্মরক্ষার জন্যই পুলিশ গুলি চালায়।
একটি কল্যাণমূলক রাষ্ট্র বাস্তবায়নের জন্য সবাইকে হাতে হাত মিলিয়ে যে দায়িত্ব পালন করার আহবান জানিয়ে সংবাদ সম্মেলনে পুলিশের বিদায়ি মহাপরিদর্শক ড. বেনজীর বলেন, ‘নানা প্রতিবন্ধকতা পার করে আজকে বাংলাদেশ এ পর্যায়ে এসেছে। এই সময়ে নানা দারিদ্র্য, অসুখ-বিসুখ, নানা বঞ্চনা দেখেছে এবং রাজনীতির অনেক ধরনের খেলা হয়েছে।’
এ সময় তিনি বলেন, পুলিশের গুলিতে মানুষের মৃত্যু অনাকাঙ্ক্ষিত, নিশ্চয়ই সব ঘটনার তদন্ত হবে। তবে নিজেদের আত্মরক্ষার জন ্যই পুলিশ গুলি চালায়। সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে বিদায়ি ড. বেনজির বলেন, ‘সামাজিক প্রত্যাশার জন্যও অনেক কিছু করতে হয়েছে। দায়িত্ব পালনে যিনি অপর পাড়ে ছিলেন। লাইনের উল্টো দিকে ছিলেন। তিনি নিজেকে প্রতিপক্ষ মনে করলে সঠিক হবে না।