দেশ পরিচালনায় প্রবীণদের গুরুত্ব ও অবদান অনস্বীকার্য

0

দেশ পরিচালনায় প্রবীণদের গুরুত্ব ও অবদান অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে সমাজকল্যাণ অধিদপ্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এবারের প্রবীন দিবসের প্রতিপাদ্য ছিলো ‘পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা’।

প্রবীণ দিবস উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদফতর বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় শনিবার সকালে আগারগাঁওয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সমাজকল্যাণমন্ত্রী দেশ পরিচালনায় প্রবীণদের গুরুত্ব ও অবদান অনস্বীকার্য বলে মন্তব্য করেন। বক্তারা বলেন, সমাজের মধ্যে থেকে প্রবীণদের লালন করতে হবে শুধু তাই নয়, বৃদ্ধাশ্রম না করে সকলকে সচেতন হবার প্রতিও আহবান জানান তারা।

বর্তমানে বাংলাদেশে প্রায় এক কোটি ৩০ লাখ প্রবীণ রয়েছে, যদি সমাজে সচেতনতা তৈরির মাধ্যমে প্রবীণদের জন্য নিরাপদ ও সুন্দর পরিবেশ তৈরি করা না যায়, তবে প্রবীণরা আরো বেশি হতাশায় নিমজ্জিত হবে বলে মত সংশ্লিষ্টদের।

Share.

Comments are closed.