ডানেডিনে দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৯ উইকেটে হারিয়ে ৩ ম্যাচ সিরিজে ১-১ এ সমতা আনলো স্বাগতিক নিউজিল্যান্ড।
উত্তেজনাপূর্ণ প্রথম ম্যাচে লংকানদের বিপক্ষে সুপার ওভারে হারের পর সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিলনা কিউইদের সামনে। এদিন টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড। তবে এডাম মিলনের বিধ্বংসী বোলিংয়ে সুবিধা করতে পারেনি সফরকারিরা। ১৯ ওভার খেলে মাত্র ১৪১ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ম্যাচ সেরা মিলনে ৪ ওভার বল করে ২৬ রান দিয়ে শিকার করেন ৫ উইকেট। জয়ের জন্য খেলতে নেমে ১৪ ওভার ৪বল খেলে মাত্র ১উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। টিম শিফার্ট ৪৩ বল খেলে করেন হার না মানা ৭৯ রান। সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচটি হবে ৮ এপ্রিল কুইন্সটাউনে।