দ্বিতীয় দিনের মতো বরিশাল থেকে লঞ্চ ছাড়েনি

0

শ্রমিকদের কর্মবিরতির কারণে দ্বিতীয় দিনের মতো বরিশাল নদী বন্দর থেকে কোন অভ্যন্তরীন ও দূরপাল্লার লঞ্চ ছেড়ে যায়নি।

রোববার রাত ১২টা থেকে সারাদেশের মতো বরিশাল নৌ-বন্দরেও কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার যাত্রী। অভ্যন্তরীণ ১১টি রুটের পাশাপাশি বরিশাল-ঢাকা রুটে চলাচলকারী তিনটি লঞ্চ নৌ-বন্দর থেকে সরিয়ে সদর উপজেলার চরকাউয়ায় নোঙর করে রাখা হয়েছে। এদিকে ১০ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন শ্রমিক নেতারা।

Share.

Comments are closed.