ধর্মের অপব্যবহারকারী ও দুর্বৃত্তদের প্রতিরোধের আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর

0

নাটক, চলচ্চিত্রের মতো সৃজনশীল কর্মের মাধ্যমে ধর্মের অপব্যবহারকারী ও দুর্বৃত্তদের প্রতিরোধ করতে সংস্কৃতিকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বুধবার রাতে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে সরকারি অনুদানে নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র ‘দ্য লক্ষণ দাস সার্কাস’ এর প্রিমিয়ার শো উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। এ সময় তিনি বলেন, সরকার বিরোধী পাকিস্তানপ্রেমী মৌলবাদীরা পাকিস্তান আমলে ধর্ম গেল গেল বলে বেড়াতো, সে গোষ্ঠীর একটি অংশ এখনো সক্রিয় রয়ে গেছে।

অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন,সারা দেশে সকল হল ভেঙ্গে বাণিজ্যিক ভবন হয়ে গেছে। তাই  সিনেমাকে বাঁচিয়ে রাখতে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে প্রত্যেক উপজেলার শিল্পকলা একাডেমিতে পরিচ্ছন্ন সিনে কম্প্লেক্সের ব্যবস্থা করা হচ্ছে।

এরই মধ্যে ১০০ উপজেলাকে মডেল হিসেবে নিয়ে ৩৫ টি উপজেলায় প্রাথমিকভাবে নির্বাচিত করে শিল্পকলা একাডেমি করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

Share.

Comments are closed.