পৃথক তিনটি ধর্ষণ মামলায় পাঁচ জনকে যাবজ্জীবন ও ধর্ষণ চেষ্টার দায়ে একজনকে ৫ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আদালতের বিচারক মোঃ জাকির হোসেন এ দন্ডাদেশ দেন। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নান্টু রায় জানান, আদালতে পৃথক তিনটি মামলায় ৫ জনকে যাবজ্জীবন ও একজনকে ৫ বছরের সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। এ রায়ে সরকার পক্ষ সন্তুষ্ট।