ধাক্কা দিয়ে, ঝাঁকি দিয়ে আওয়ামী লীগকে ফেলা যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষ্যে জাতীয় শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বিএনপির উদ্দেশ্যে বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে তারা জ্বালাও-পোড়াও করে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করছে।
গৌরব ’৭১-এর আয়োজনে জাতীয় শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকতে দেশের কোনো উন্নয়ন করতে পারেনি। যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তাদেরকে সম্মিলতভাবে মোকাবেলা করতে হবে। এ সময় তিনি বলেন, পুরো পৃথিবীর মধ্যে মানবাধিকার লঙ্ঘনের এবং নিষ্ঠুর, পৈশাচিক হত্যাকাণ্ডের নির্মম শিকারের প্রতীক হিসেবে পরিচিত শিশু শেখ রাসেল হত্যাকান্ড। আওয়ামী লীগ দেশের সর্ব প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল উল্লেখ করে হানিফ বলেন, আওয়ামী লীগ হলো বটবৃক্ষ। ধাক্কা দিয়ে, ঝাঁকি দিয়ে ফেলা যাবে আওয়ামী লীগ এমন দল নয়।